দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার আহম্মেদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম শরিফুল ইসলাম (৩৬)। তিনি রাজশাহী জেলার বাগমারা থানার মুগাইপাড়া গ্রামের লোকমান মণ্ডলের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রেজোয়ান আহমেদ জানান, সকালে পাবনা থেকে নাটোরগামী মালবোঝাই একটি ট্রাক আহম্মেদপুর কলেজের সামনে বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়েছিল।
এ সময় বিকল ট্রাকটিকে অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের হেলপার শরিফুল ঘটনাস্থলেই মারা যান।
নিউজবাংলাদেশ.কম/এফএ