News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:১২, ৫ মে ২০২০
আপডেট: ০৪:২৩, ৮ মে ২০২০

গাইবান্ধার প্রথম করোনা রোগীসহ একদিনেই সুস্থ হলেন ১০ জন

গাইবান্ধার প্রথম করোনা রোগীসহ একদিনেই সুস্থ হলেন ১০ জন

গাইবান্ধায় প্রথম করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত যুক্তরাষ্ট্র প্রবাসীসহ ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সোমবার (৪ মে) রাতে এই তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ।

তিনি জানান, ২২ মার্চ জেলায় প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় প্রবাসী মা-ছেলের। প্রবাসী নারীর সংস্পর্শের তিন জনসহ ১০ জনকে চিকিৎসা দেওয়া হয় আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে স্থাপিত ১০০ শয্যার অস্থায়ী আইসোলেশন সেন্টারে। দীর্ঘদিন চিকিৎসার পর ফলোআপ নমুনা পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ শনাক্ত হয়। এরপর হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে সোমবার দুপুরে তাদের বাড়িতে পাঠানো হয়। তবে প্রত্যেককে নিজ বাড়ির হোম কোয়ারেন্টিনে আরও ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে।

বর্তমানে জেলায় করোনা শনাক্ত ২৩ জনের মধ্যে আইসোলেশনে রয়েছে ১২ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় গাইবান্ধায় নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। তবে করোনার নানা উপসর্গ সন্দেহে নতুন করে ৬৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বর্তমানে জেলা সদরসহ সাত উপজেলায় ৯১৭ জন হোম কোয়ারেন্টিনে আছেন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন একজন। জেলায় এই পর্যন্ত ৫১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৪৫৩ জনের।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়