News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৫৫, ৫ মে ২০২০
আপডেট: ০৪:২২, ৮ মে ২০২০

একমাস পর যমুনা সার কারখানার উৎপাদন শুরু

একমাস পর যমুনা সার কারখানার উৎপাদন শুরু

যান্ত্রিক ত্রুটির কারণে একমাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। রবিবার (৩ মে) রাতে মেরামত কাজ শেষে কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মঈনুল হক জানান, কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ৪ এপ্রিল সন্ধ্যায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর কারখানার কারিগর দিয়ে টানা একমাস মেরামত কাজ করে রবিবার রাত ১১টার দিকে উৎপাদন চালু করা হয়।

এর আগে ২০১৮ সালের ২৭ নভেম্বর অ্যামোনিয়া প্লান্টে স্টার্স্টআপ হিটার পাইপে ফাটলের ফলে এক বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানার ব্যাপক ক্ষতি হওয়ায় গত বছরের ১১ ডিসেম্বর পর্যন্ত কারখানাটি বন্ধ ছিল।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়