কক্সবাজারে ইয়াবা সেবনে বাধা দেয়ায় যুবক খুন
কক্সবাজারের উখিয়া উপজেলায় ইয়াবা সেবনে বাধা দেয়ায় এক যুবককে খুন করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের মালভিটাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রুবেল (২০) একই ইউনিয়নের খালকাচা পাড়া গ্রামের ফজল করিমের ছেলে।
জানা গেছে, ২/৩ মাস আগে ইয়াবা সেবনে বাধা দেয়ার ঘটনায় লাদেন, মাহবুবসহ মাদকসেবীরা নিহত রুবেলের ওপর হামলা করে তার ব্যবহৃত মোবাইল ও মানি ব্যাগ ছিনিয়ে নেয়।
পরে এ ঘটনায় রুবেল বাদী হয়ে নুরুল ইসলাম লাদেনসহ পাঁচজনের বিরুদ্ধে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে, মাদকসেবী নুরুল ইসলাম, লাদেন ও মাহবুব সোমবার উখিয়া মালভিটা এলাকায় রুবেলের কর্মস্থল দর্জির দোকানে এসে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে প্রথমে উখিয়া হাসপাতাল পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার বলেন, “আসামি নুরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করেছি। কেউ বাড়িতে না থাকায় কাউকে গ্রেফতার করা যায়নি।”
“আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হবে”, বলেন পুলিশের ওই কর্মকর্তা।
নিউজবাংলাদেশ.কম/এফএ