News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২১, ৪ মে ২০২০
আপডেট: ০৪:২২, ৭ মে ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের ১০ জনসহ নতুন আক্রান্ত ১২

ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের ১০ জনসহ নতুন আক্রান্ত ১২

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় একই পরিবারের ১০ সদস্য সহ ১২জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাকি দুজন স্বাস্থ্যকর্মী । সোমবার দুপুরে তাদের করোনার নমুনা পরীক্ষার প্রতিবেদন সিভিল সার্জনের কার্যালয়ে পৌঁছায়। আক্রান্ত লোকজনের মধ্যে নবীনগর উপজেলার একজন স্বাস্থ্যকর্মীসহ ১১জন ও বাঞ্ছারামপুর উপজেলার একজন স্বাস্থ্যকর্মী।

সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ প্রথম আলোকে বলেন, নমুনা পরীক্ষায় নবীনগরের একই পরিবারের ১০ জন করোনা 'পজিটিভ' হয়েছেন। পরিবারটির আরও দুই সদস্যের এর আগে করোনা শনাক্ত হয়েছে। তাদের ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। তাঁদের পরিবার ১২সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ১০ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

সিভিল সার্জন আরও বলেন, পাশাপাশি নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্য সহকারী ও বাঞ্ছারামপুর উপজেলায় একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে রাখা হবে।

স্বাস্থ্য বিভাগ সূত্র বলছে, এই ১২জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। পরীক্ষার প্রতিবেদন সোমবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে আসে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন এক ডেন্টাল সার্জন। নতুন করে নমুনা পরীক্ষার প্রতিবেদন 'নেগেটিভ' আসায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান বলেন, সিভিল সার্জন কার্যালয় থেকে চিকিৎসকের একটি দল সোমবার বিকেল চারটার দিকে ওই বাড়িতে পাঠানো হয়। দলটির মতামত ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে তাঁদের আইসোলেশনে নেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়