News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৫, ৪ মে ২০২০
আপডেট: ০৪:২২, ৭ মে ২০২০

দুর্বলতার সুযোগে করোনা আরও বিধ্বংসী হয়ে উঠবে: কাদের

দুর্বলতার সুযোগে করোনা আরও বিধ্বংসী হয়ে উঠবে: কাদের

স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার কোনো বিকল্প নেই উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তা না হলে আমাদের দুর্বলতার সুযোগে করোনাভাইরাস আরও বিধ্বংসী হয়ে উঠবে।

সোমবার সকালে নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

কাদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ সারাদেশে যে ত্রাণ বিতরণ করছে তাদের তালিকা তৈরি করে দলীয় প্রধানের কাছে প্রেরণ করতে হবে।

করোনার এই সংকটে সম্মুখ যোদ্ধাদের কোনো অবস্থাতেই মনোবল হারালে চলবে না উল্লেখ করে কাদের বলেন, শেখ হাসিনার সরকারসহ পুরো জাতি আপনাদের পাশে আছে।

এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, প্রতিকূল পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ অগ্রাধিকার পদ্মা সেতুর ২৯তম স্প্যান বসানোর মাধ্যমে সেতুর ৪ হাজার ৩৫০ মিটার দৃশ্যমান হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়