News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০৫, ৩ মে ২০২০
আপডেট: ০৪:১৮, ৬ মে ২০২০

কিছু রোহিঙ্গাকে ভাসানচর পাঠানো হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

কিছু রোহিঙ্গাকে ভাসানচর পাঠানো হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার থেকে নৌকায় করে কিছুদিন আগে বাংলাদেশে প্রবেশ করা ছোট একদল রোহিঙ্গাকে ভাসান চর পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য সেখানে ভালো সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।

রোহিঙ্গা শিবিরগুলোকে করোনাভাইরাস থেকে মুক্ত রাখার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গা শিবিরগুলোতে থাকা কোনো রোহিঙ্গার শরীরে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়নি।

ড. মোমেন জানান, মিয়ানমার থেকে ছোট নৌকায় করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের খোঁজ পান স্থানীয়রা।

পরে বাংলাদেশ কোস্টগার্ড কর্মকর্তাদের খবর দেয়া হলে তারা ওই রোহিঙ্গাদের আটক করে।

এরপর আটক করা কমপক্ষে ৭০ রোহিঙ্গাকে জাহাজে করে ভাসান চরে প্রেরণ করা হয়েছে বলেও জানান ড. মোমেন।

এসকল রোহিঙ্গারা দুটি নৌকা থেকে এসেছেন যারা কয়েক সপ্তাহ ধরে গভীর সমুদ্রে ভাসছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়