থাপ্পড়ের প্রতিশোধ নিতে শিশু হত্যা
গাজীপুরে অপহরণের পর পাঁচ বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে। কয়েক দিন আগে শিশুটির বাবা ফরহাদ হোসেন ভাড়াটিয়া জুয়েল আহমেদ সবুজকে কারণবশত থাপ্পড় মারেন। এর প্রতিশোধ নিতেই শিশুটিকে হত্যা করা হয়।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানাধীন হরিণাচালা আমতলা এলাকার একটি ঝুটগুদাম থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম আলিফ হোসেন (৫)। সে কোনাবাড়ী থানাধীন হরিনাচালা আমতলা এলাকা ফরহাদ হোসেনের ছেলে।
গাজীপুর র্যাব ১-এর কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গত ২৯ এপ্রিল বিকালে আলিফ হোসেনকে অপহরণ করেন জুয়েল আহমেদ সবুজ (২২) ও সাগর (২০)।
অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলেন তারা। একপর্যায়ে নিহতের বাবা ফরহাদ হোসেন মুক্তিপণের ২০ লাখ টাকা দিতে রাজি হন। পরে ওই টাকা দিতে মোবাইলে বিভিন্ন জায়গায় ফরহাদ হোসেনকে যেতে বলেন অপহরণকারীরা।
শনিবার সন্ধ্যায় মুক্তিপণের ২০ লাখ টাকা নিয়ে পূবাইল এলাকায় যান ফরহাদ হোসেন। সেখান থেকে সাগরকে আটক করেন র্যাব সদস্যরা। পরে তার দেয়া তথ্যমতে, ফরহাদ হোসেনের একটি বাড়ির তৃতীয় তলা ঝুট থেকে আলিফের মরদেহ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক সাগর র্যাবকে জানান, গত কয়েক দিন আগে ফরহাদ হোসেন ভাড়াটিয়া জুয়েল আহমেদ সবুজকে কারণবশত থাপ্পড় মারেন। এর প্রতিশোধ নিতে জুয়েল আহমেদ সবুজ আলিফ হোসেনকে অপহরণ করে তাদের বাড়ির তিন তলায় ঝুটগুদামে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন।
আবদুল্লাহ আল মামুন আরও জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ছাড়া মূল আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
নিউজবাংলাদেশ.কম/এফএ