News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:০১, ৩ মে ২০২০
আপডেট: ০৪:১৭, ৬ মে ২০২০

নারায়ণগঞ্জে একদিনে করোনায় মৃত্যু ২, আক্রান্ত ২৫

নারায়ণগঞ্জে একদিনে করোনায় মৃত্যু ২, আক্রান্ত ২৫

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছেন আরও ২৫ জন এবং সুস্থ হয়েছেন পাঁচজন।

এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। সুস্থ হয়েছেন ৪৭ জন। রোববার এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন।

সিভিল সার্জনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ এসেছে ২৫ জনের।

এ নিয়ে জেলায় ৩৩৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে দুজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা ৪৮ জন। ২৪ ঘণ্টায় পাঁচজন সুস্থ হয়েছেন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৪৭ জন।

একদিন আগে জেলায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দ্বিগুণ ছিল। এদিন আক্রান্ত হয়েছিলেন ৬৪ জন এবং মৃত্যু হয়েছিল চারজনের

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়