করোনা আক্রান্ত ৫২ শতাংশ পুলিশই ডিএমপির
করোনাভাইরাসে বাংলাদেশ পুলিশের ৮৫৪ সদস্য আক্রান্তের মধ্যে ৪৪৯ জন বা ৫২ দশমিক ৫৭ শতাংশ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য।
রোববার পুলিশ সদর দফতরের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মহানগরেই (ডিএমপি) রয়েছেন ৪৪৯ জন। প্রাতিষ্ঠানিক কোরেন্টাইনে আছেন ১ হাজার ৫০ জন। আইসোলেশনে রয়েছেন ৩১৫ জন। সুস্থ হয়েছেন ৫৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন মোট ৫ জন।
পুলিশ বলছেন, করোনা সংক্রমণের শুরু থেকেই মাঠ পর্যায়ে নানা ধরনের দায়িত্ব পালন করছেন পুলিশ। রোগীদের হাসপাতালে পৌঁছানো থেকে শুরু করে মানুষের সঙ্গরোধ নিশ্চিত করা, করোনা আক্রান্ত অলিগলিতে টহল ডিউটি, রাস্তায় জীবাণুনাশক ছিটানো, ত্রাণ বিতরণ, ত্রাণ বিতরণে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সহায়তা, আক্রান্ত রোগীর দাফনেও সক্রিয় ভূমিকা রাখতে হচ্ছে। তাই পুলিশের সংক্রমণের ঝুঁকি বেশি থাকবেই।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/ডি