News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:২০, ৩ মে ২০২০
আপডেট: ০৪:১৬, ৬ মে ২০২০

গাজীপুরে করোনাযুদ্ধ জয় করে বাড়ি ফিরলেন ৩৭ জন

গাজীপুরে করোনাযুদ্ধ জয় করে বাড়ি ফিরলেন ৩৭ জন

গাজীপুরে করোনাযুদ্ধ জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ জন। সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম সরকার ও কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিক্যাল অফিসার রয়েছেন।

গাজীপুরের জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাজীপুরে নতুন করে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে ৭ জনকে। এ পর্যন্ত মোট হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৪ হাজার ১৫১ জন। এর মদ্যে কোয়ারেন্টিন মুক্ত হয়েছেন ৩ হাজার ৬৯ জন। আর কেউ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেই।

গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় ৯৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে একজন করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়