মুক্তাগাছায় করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু
ময়মনসিংহের মুক্তাগাছায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা ষাটোর্ধ্ব বয়সী আব্দুল খালেক মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নিমুরিয়া গ্রামে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবর্ণা সরকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, রাতেই নিজ বাড়িতে কাফন, জানাযা ও দাফনকাজ নির্ধারিত নিয়ম পালন নিশ্চিত করে তদারকির মাধ্যমে সম্পন্ন করেছেন মুক্তাগাছা উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকারের টিম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জান্নাতুল ফেরদৌস জানান, গত ১৯ এপ্রিল আব্দুল খালেকের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়। এরপর তিনি নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে ছিলেন। এর আগে তিনি কিডনির রোগের ক্রান্ত হন।
প্রসঙ্গত, আব্দুল খালেক করোনা আক্রান্ত হওয়ার দিন থেকেই তার বাড়ি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।
নিউজবাংলাদেশ.কম/এফএ