দেশে ফিরলেন কলকাতায় আটকেপড়া ৭৩ বাংলাদেশি
করোনাভাইরাসের কারণে ভারতের কলকাতায় আটকেপড়া ৭৩ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমান বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, যাত্রীরা সবাই স্বাস্থ্য সনদ নিয়ে এসেছেন। সনদে লেখা আছে, তাদের কেউ করোনায় আক্রান্ত নয়। বিমানবন্দরে স্ক্রিনিং শেষে তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
এদিকে ভারতে আটকেপড়াদের ফিরিয়ে আনতে শনিবার (২ মে) দিল্লিতে এবং রোববার (৩ মে) মুম্বাইয়ে যাবে বিমানের দুটি ফ্লাইট।
এদিকে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ভারতে চিকিৎসা ও ভ্রমণের জন্য গিয়ে আটকেপড়াদের দেশে ফিরিয়ে আনছে বিমান বাংলাদেশ ও ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট। সবধরনের পরিবহন সেবা বন্ধ থাকলে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের জোর প্রচেষ্টায় এসব বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে।
এছাড়া, বিদেশের মাটিতে বিপদগ্রস্ত প্রবাসীদেরও ফিরিয়ে আনছে সরকার। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যসহ বেশ কয়েকটি দেশ থেকে প্রবাসীদের ফিরিয়ে আনা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/কেএইচ