News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৩৯, ১ মে ২০২০
আপডেট: ০৪:২৪, ৩ মে ২০২০

ভোলায় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় যুবক আটক

ভোলায় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় যুবক আটক

ভোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় মোবারক আলম তানজিল (৩৫) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ভোলা পৌরসভার ৭নং ওয়ার্ডের উকিলপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক মোবারক আলম তানজিল ভোলা পৌরসভার ৭নং ওয়ার্ডের উকিলপাড়া এলাকার মৃত মোশাহেদ আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৯ এপ্রিল) সকালে ভোলা শহরের বাংলাস্কুল মোড় এলাকায় লকডাউন চলাকালীন চেক পোস্টে তাকে বিনা ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্রে ত্রুটি থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই দিন বিকেল ৩টা ২৯ মিনিট তিনি তার ব্যবহৃত ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসটি ভাইরাল হলে পুলিশ তাকে আটক করে।

ভোলা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এসআই আবু জাফর বিশ্বাস বাদী হয়ে আটক মোবারক আলম তানজিলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়