News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৫, ৩০ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৪, ৩ মে ২০২০

নাটোর লকডাউন

নাটোর লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নাটোর জেলা লকডাউন থাকবে।

করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে লকডাউনের এ ঘোষণা দিয়েছেন।

তিনি জানান, গত দুই দিনে নাটোর সদর হাসপাতালের এক চিকিৎসক এবং সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ২ স্বাস্থ্যকর্মীসহ ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নাটোর জেলাকে লকডাউন করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়