News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৫৯, ৩০ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২২, ৩ মে ২০২০

বাড়ি থেকে ডেকে নেয়ার ৩৬ ঘণ্টা পর মিললো যুবকের লাশ

বাড়ি থেকে ডেকে নেয়ার ৩৬ ঘণ্টা পর মিললো যুবকের লাশ

বাগেরহাটের চিতলমারীতে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর মাহমুদ শেখ (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টার দিয়ে তার বাড়ির পাশে একটি মাঠ থেকে চিতলমারী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত মাহমুদ চিতলমারী উপজেলার কলতলা ইউনিয়নের বাখেরকান্দি গ্রামের বজলু মেখের ছেলে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরীফুল হক ঘটনাস্থল থেকে মুঠোফোনে জানান, গত মঙ্গলবার রাত ৯ টার দিকে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে একটি ফাঁকা মাঠের ভেতর তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। বাগেরহাট পুলিশ ব্যুরো অব ইনভিস্টিগেশন (পিবিআই) এর সদস্যরা  আলামত সংগ্রহের পর তার লাশ উদ্ধার করে চিতলমারী থানা পুলিশ। ঘটনার তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান ওসি।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়