নীলফামারীতে কোয়ারেন্টিন থেকে ২৮ শ্রমিক উধাও
নীলফামারীতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে ২৮ ইটভাটা শ্রমিকের হদিস মিলছে না। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রায় ৮টি গ্রামে। সদর থানার ওসি মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলার সৈয়দপুরে পুলিশের হাতে আটক হয় ৪৪ জন ভাটা শ্রমিক। তারা গাজীপুর থেকে ট্রাকের ওপরে ত্রিপলের ভেতরে বিশেষ কায়দায় জেলা সদরে আসছিল।
পরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে বিকেল ৪টার দিকে আটক ভাটা শ্রমিকদের তাদের নিজ গ্রাম নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের সোনারায় ও চকদুবলিয়া গ্রামের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে কোয়ারেন্টিনে পাঠায় জেলা স্বাস্থ্য বিভাগ। কিন্তু ওইদিন সন্ধ্যার পরপরই স্থানীয়রা দেখতে পান কোয়ারেন্টিন থেকে ২৮ শ্রমিক উধাও। তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও থানাকে অবহিত করা হয়।
আজ বুধবার (২৯ এপ্রিল) বিকালে পুলিশ স্থানীয় গ্রাম্য পুলিশের সহযোগিতায় পালিয়ে যাওয়া ১৮ শ্রমিককে উদ্ধার করে পুনরায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে রেখেছেন বলে জানা গেছে। বাকী ১০ জনের খোঁজ খবর নেওয়া হচ্ছে।
ওই ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কোয়ারেন্টিনে থাকা শ্রমিকদের দেখভালের জন্য সংশ্লিষ্ট ওর্য়াডের সদস্য ও গ্রাম পুলিশ নিয়োজিত থাকার পরেও কীভাবে এ ঘটনাটি ঘটল তা তদন্ত করা হচ্ছে।
সদর থানার ওসি মমিনুল ইসলাম জানান, ১৮ জনকে উদ্ধার করে পুনরায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বাকীদের খুঁজে বের করে নিয়ম অনুযায়ী তাদের কোয়ারেন্টিনে রাখা হবে।
নিউজবাংলাদেশ.কম/ডি