চট্টগ্রামে মুদি দোকান থেকে টিসিবি’র ২২৭ লিটার তেল জব্দ
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি মুদির দোকানে অভিযান চালিয়ে টিসিবি’র ২২৭ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুর বাজারে (এনায়েতপুর বাজার) স্থানীয় একটি দোকানে এ অভিযান চালানো হয়।
টিসিবির পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগে ওই মুদি দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন জানান, ‘গোপন সংবাদের ভিক্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা টিসিবির ২২৭ লিটার সয়াবিন তেল জব্দ করি। আইন অনুযায়ী টিসিবির যে কোন পণ্য এভাবে বিক্রয় দন্ডনীয় অপরাধ। তাই ওই দোকানীকে অর্থদণ্ড করা হয়েছে।’
তিনি বলেন, এধরণের অবৈধ কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের বিরুদ্ধে উপজেলার প্রশাসনের পক্ষ হতে অভিযান অব্যাহত থাকবে।
নিউজবাংলাদেশ.কম/এনডি