কর্মস্থল ত্যাগকারী কর্মকর্তাদের তালিকা চেয়েছে সরকার
মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মস্থল ত্যাগকারী কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা চেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
গত মঙ্গলবার এ সংক্রান্ত এক চিঠি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালকের কাছে পাঠানো হয়।
ওই চিঠিতে বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবং এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য এ মন্ত্রণালয়ের আওতাধীন সব কর্মকর্তা-কর্মচারীদের স্বস্ব কর্মস্থলে অবস্থান নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল।
ওই চিঠিতে করোনা ভাইরাস দুর্যোগকালীন সময়ে যেসব কর্মকর্তা-কর্মচারী স্বস্ব কর্মস্থলে উপস্থিত নেই তাদের তালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/ডি