কুমিল্লা মেডিকেলে করোনাভাইরাস পরীক্ষা শুরু
কুমিল্লা মেডিকেল কলেজে করোনাভাইরাস পরীক্ষা শুরু হয়েছে। বুধবার জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগৃহিত ১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপন করা হয়েছে পিসিআর মেশিন; ইতোমধ্যে সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত ১১ জন চিকিৎসক ও সাতজন টেকনিশিয়ান কর্মরত রয়েছেন।
কুমিল্লা ছাড়াও ফেনী ও নোয়াখালী জেলা থেকে সংগৃহিত নমুনাও পরীক্ষা করা হবে এ পিসিআর ল্যাবে।
কুমিল্লা মেডিকেলের অধ্যক্ষ প্রফেসর ডা. মোস্তফা কামাল আজাদ বলেন, কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবরেটরিতে প্রথমে এক শিফটে নমুনা পরীক্ষা করা হবে। প্রতি শিফটে ৯০ থেকে ৯৬ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। নমুনার ফলাফল ঢাকায় পঠানো হবে। সেখান থেকে কেন্দ্রীয়ভাবে ফলাফল প্রকাশ করা হবে।
“তবে মাইক্রোবায়োলজি বিভাগে এসে কেউ সরাসারি করোনাভাইরাস পরীক্ষা করতে পারবেন না। যাদের উপসর্গ আছে তারা জেলা সিভিল সার্জন, সদর হাসপাতালের তত্ত্বাবধানে এবং মেয়য়ের তত্ত্বাবধানে সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মী ও ১৭টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সর স্বাস্থ্যকর্মীরা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেলে নিয়ে আসবে।”
এদিকে, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে কুমিল্লা ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০ শয্যার করোনা হাসপাতালে রুপান্তিত করা হবে। মেডিকেল কলেজের আইসিইউ বিভাগের কিছু যন্ত্রপাতি স্থাপন শেষে কয়েকদিনের মধ্যেই ডেডিকেটেড কোভিট-১৯ হাসপাতাল হিসেবে ব্যবহার করা হবে বলে জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/ডি