News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:১৬, ১৩ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৩৬, ১৮ জানুয়ারি ২০২০

ফোন কলের মাধ্যমে আদালতে বিস্ফোরণ

ফোন কলের মাধ্যমে আদালতে বিস্ফোরণ

ঢাকা: ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বিস্ফোরিত বোমাটি ছিল ‘দূর নিয়ন্ত্রিত বিস্ফোরক’। দু’টি  মোবাইল ফোনের মাধ্যমে বোমাটির বিস্ফোরন ঘটানো হয়। দুর্বত্তরা বোমাটি রেখে নিরাপদ দূরত্বে গিয়ে ফোন কলের মাধ্যমে বোমাটি বিস্ফোরণ ঘটায়।

বৃহস্পতিবার বিকেলে এজলাস চলাকালেই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের পুরনো ভবনের বারান্দায় হাতবোমার বিস্ফোরণ ঘটে। রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের এসব তথ্য জানান।

এর আগে সন্ধ্যায় মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা ঘটনাস্থল থেকে কাগজের তৈরী পাইপ, পটকায় ব্যবহৃত কাগজ, বৈদ্যুতিক তার এবং মোবাইল ফোনের  কিছু ভাঙা অংশ উদ্ধার করে। পরে ডিএমপি কমিশনার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যদের সাথে বেশ কিছুক্ষণ আলামতগুলি পর্যবেক্ষণ করেন। এছাড়াও বিস্ফোরণের খবর পেয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনহাও পুরান ঢাকার আদালত পাড়ায় গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনাস্থল  পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার এই হামলাকে পূর্ব পরিকল্পিত বলে দাবি করেন। একই সাথে তিনি এও বলেন, বোমাটি আগে থেকেই আদালতের বারান্দায় রেখে গিয়েছিল দুর্বৃত্তরা। পরে আদালত প্রাঙ্গনের বাহিরে গিয়ে মুঠোফোনের মাধ্যমে কল দিয়ে তারা এই বোমা বিস্ফোরণ ঘটায়। তবে ঘটনাস্থলে কোনো সিম পাওয়া যায়নি। পুলিশের ধারণা, বিস্ফোরণে সিমটি নষ্ট হয়ে গেছে।

প্রসঙ্গত, ওই এজলাজের হাকিম এসএম মাসুদ জামানই গত ১ মার্চ খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে তল্লাশি চালানোর পরোয়ানা জারি করেন।


নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়