News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২১, ২৮ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৩, ১ মে ২০২০

ঢাকার বাইরে থেকে গার্মেন্টস কর্মী আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকার বাইরে থেকে গার্মেন্টস কর্মী আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপাতত ঢাকার ভেতরে অবস্থানরত শ্রমিক দিয়েই সীমিত আকারে পোশাক কারখানা চালাতে হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এই মুহূর্তে ঢাকার বাইরে থেকে গার্মেন্টস কর্মী আসতে পারবে না।

মঙ্গলবার সচিবালয়ে পোশাক কারখানার মালিকপক্ষের সাথে সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে ঢাকায় অবস্থানরত শ্রমিক দিয়ে সীমিত আকারে গার্মেন্টস চালানো হচ্ছে বলে মালিক পক্ষ জানিয়েছেন। সীমিত আকারে গার্মেন্টস খোলা রাখা বিষয়ে মালিক পক্ষ বলেছেন স্বাস্থ্যবিধি মেনেই তারা গার্মেন্টস খোলা রেখেছেন।

পোশাক কারখানার মালিকদের সাথে খোলামেলা আলোচনা হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, তারা জানিয়েছেন, গার্মেন্টস কর্মীদের মার্চ মাসের বেতন ৯৮ শতাংশ দেয়া হয়েছে। বাকীদেরও দেয়া হবে এবং এপ্রিল মাসের বেতনও দ্রুত সময়ে দিয়ে দেয়া হবে।

ঢাকার বাইরে থাকা পোশাককর্মীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি ভালো হলে আপনারা ঢাকায় আসবেন। আপনাদের বেতনে কোন সমস্যা হবে না বলে মালিক পক্ষ নিশ্চয়তা দিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়