বরিশালে হাসপাতালের লিফটের নিচে পড়ে ছিল চিকিৎসকের লাশ!
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. এম এ আজাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে নগরীর কালীবাড়ি রোডের মমতা স্পেশালাইজড হাসপাতালের লিফটের নিচ থেকে তার লাশ উদ্ধার কর করা হয়।
তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ।
জানা গেছে, মমতা স্পেশালাইজড হাসপাতাল ভবনটি ১০তলা। এর ১ থেকে ৬তলা পর্যন্ত হাসপাতালের কার্যক্রম চলে। বাকি ৩ তলা ভাড়া দেয়া হয়েছে। ভবনটির ৭ তলায় ভাড়া থাকতেন ডা. আজাদ।
ঘটনাস্থল থেকে বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার (এসি) মো. রাসেল গণমাধ্যমকে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে আমরা তদন্ত করে দেখছি।
নিউজবাংলাদেশ.কম/ডি