News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:১৬, ২৮ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২২, ১ মে ২০২০

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ ভাই নিহত

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ ভাই নিহত

বগুড়ার শেরপুর উপজেলায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন।

জেলার কুন্দারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শেরুয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁর পত্নীতলা উপজেলার শীতলমারী গ্রামের সুলাইমানের ছেলে মোশারফ হোসেন (৩৫) ও আকমল হোসেন (২৮)।

পরিদর্শক সাইফুল বলেন, দুই ভাই চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাজমিস্ত্রির কাজ করতেন। তারা হানিফ পরিবহনের একটি বাসে করে ধান কাটতে নওগাঁয় যাচ্ছিলেন। পথে ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়