News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৪০, ২৭ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:১৯, ৩০ এপ্রিল ২০২০

রংপুরে গাছ কাটাকে কেন্দ্র করে মাকে কুপিয়ে হত্যা

রংপুরে গাছ কাটাকে কেন্দ্র করে মাকে কুপিয়ে হত্যা

রংপুরের তারাগঞ্জ উপজেলা সদরের কলেজ পাড়া গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে ছেলে ও পুত্রবধূর ধারালো অস্ত্রের আঘাতে আহত নূরবানু মারা গেছেন।

সোমবার তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে নুর জামাল ও তার স্ত্রী তাসলিমাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তারাগঞ্জে কলেজপাড়া গ্রামে বাড়ির চলাচলের রাস্তায় একটি গাছ কাটাকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সঙ্গে নূরজামাল ও তার স্ত্রী তাসলিমার ঝগড়া বাঁধে। এ ঘটনার পর শনিবার ধারালো অস্ত্র দিয়ে ছেলে ও পুত্রবধূ ঘরে ঢুকে আসবাবপত্রসহ অন্যান্য জিনিষপত্র ভাংচুর করে।

এ সময় বাঁধা দিতে গেলে নূরবানুকে কুপিয়ে জখম করে তারা পালিয়ে যায়। পরে বাড়ির অন্য সদস্যরা নূরবানুকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সোমবার দুপুরে তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্ত ছেলে ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়