News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩৮, ২৭ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:১৯, ৩০ এপ্রিল ২০২০

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান হাসপাতালে ভর্তি

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান হাসপাতালে ভর্তি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। সোমবার রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান জানান, ‌তার বাবা চলতি বছরের শুরু থেকে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। সোমবার তার হার্টের সমস্যা বেড়ে যায়। এ কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

চিকিৎসকরা আশা করছেন, অধ্যাপক আনিসুজ্জামান দ্রুতই সুস্থ হয়ে বাসায় ফিরবেন।

আনন্দ জামান আরও জানান, গত ফেব্রুয়ারিতে তার বাবা অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন তার কিডনিতে সমস্যা ছিল। সেখানে কয়েকদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফেরেন তিনি। এরপর এপ্রিলের শুরুতে অসুস্থ হলে আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং এপ্রিলের মাঝামাঝি সুস্থ হয়ে তিনি বাসায় ফেরেন। সোমবার তাকে আবার রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়