বেনাপোলে আরও এক স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত
যশোরের বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে হোম কোয়ারেন্টাইনের দায়িত্বে থাকা আরো এক স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসেস আক্রান্ত হয়েছেন।
তার নাম হাসান । তিনি বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের দায়িত্বে ছিলেন।
হাসান বেনাপোল ছোটআচরা গ্রামের বাসিন্দা।
হাসানসহ বেনাপোলে এ পর্যন্ত তিনজন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
নাম প্রকাশ না করার শর্তে তার এক সহকর্মী জানান, শনিবার টেস্টে হাসানের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আইসোলেশনে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে নাভারণ স্বাস্থ্য কেন্দ্রে বার বার ফোনে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেনি কেউ।
নিউজবাংলাদেশ.কম/এফএ