News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫১, ২৭ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:১৭, ৩০ এপ্রিল ২০২০

টঙ্গীতে টিসিবির পণ্যসহ আটক ৩ জন

টঙ্গীতে টিসিবির পণ্যসহ আটক ৩ জন

গাজীপুরের টঙ্গী বাজারে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে তাদের আটক করা হয় বলে গাজীপুর মহানগর পুলিশের (টঙ্গী জোন) জ্যেষ্ঠ সহকারী কমিশনার থোয়াই অং প্রু মারমা জানিয়েছেন।

আটকরা হলেন শাহ সুলতান (২৭), মো. হেলাল (৪৩) ও মো. নিজাম (২৮)।

তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

থোয়াই অং প্রু মারমা সাংবাদিকদের জানান, টিসিবির পণ্য টঙ্গী বাজারের দোকানে বিক্রি হচ্ছে খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে অভিযান পরিচালনা করা হয় এবং পণ্যসহ তাদের আটক করা হয়।

“আগে থেকেই তাদের নামে টিসিবির পণ্য চুরি করে বাজারে বিক্রির অভিযোগ ছিল। অভিযানের সময় তাদের কাছ থেকে চার বস্তা পিঁয়াজ, এক বস্তা ডাল, তিন বস্তা চিনি ও দুই বস্তা ছোলা জব্দ করা হয়েছে।”

থোয়াই অং বলেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিসিবির স্থানীয় ডিলার মো. অলিউল্লাহ কাছ থেকে ওই পণ্য পাইকারি দরে কিনে খুচরা মূল্যে বাজারে বিক্রির করার কথা স্বীকার করেছেন।

তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে টঙ্গী পূর্ব থানায় মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়