News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:১৩, ২৭ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:১৬, ৩০ এপ্রিল ২০২০

গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

গাজীপুর মহানগরীর পূবাইলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রবিউল ইসলাম ওরফে রবু (৩২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) রাতে নগরীর পূবাইল থানার সাতপোয়া এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, ওই এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা করছে- এমন খবেরর ভিত্তিতে র‌্যাব অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

পরে র‌্যাবও পাল্টা গুলি চালায় এতে হত্যা মামলার আসামি ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে রবু গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় র‌্যাবের এজন সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে র‌্যাব দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়