News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০১, ২৬ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৭, ২৯ এপ্রিল ২০২০

ডেকে নিয়ে মামাকে কুপিয়ে হত্যা করলো ভাগ্নে!

ডেকে নিয়ে মামাকে কুপিয়ে হত্যা করলো ভাগ্নে!

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠি গ্রামে সৎ মামাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাগ্নেদের বিরুদ্ধে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আপাং তালুকদার (৩৫) কবাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত আলী হোসেন তালুকদার ওরফে সোনা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, জমি নিয়ে সৎ বোনের ছেলেদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল আপাং তালুকদারের। সম্প্রতি বিরোধীয় জমিতে রান্নাঘর তোলা নিয়ে আবারও তাদের মধ্যে ঝগড়া হয়।

রোববার সকাল ৮টার দিকে আপাং তালুকদার সৎ ভাগ্নেদের বাড়ির পাশ দিয়ে শিয়ালঘুনি বাজারে যাচ্ছিলেন। এ সময় ভাগ্নে রাসেল চৌকিদার, আরফি চৌকিদার, রাজিব চৌকিদার ও কবির চৌকিদারসহ কয়েকজন তাকে ডেকে নিয়ে যায়। এরপর আপাংকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করা হয়।

খবর পেয়ে প্রতিবেশীরা আপাং তালুকদারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি মো. আবুল কালাম জানান, রান্নাঘরে চাল দেয়া নিয়ে বিরোধের জেরে এ হত্যকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তদের ধরতে সর্বাত্মক অভিযান চলছে।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়