News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৯, ২৬ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৬, ২৯ এপ্রিল ২০২০

২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১৮ জন, ৫ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১৮ জন, ৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে পাঁচজনের এবং আক্রান্ত হয়েছেন ৪১৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪৫ জনে এবং আক্রান্ত ৫৪১৬ জন।
রোববার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৬৮০টি, পরীক্ষা করা হয়েছে ৩৪৭৬টি।
মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। এদের মধ্যে ঢাকার চারজন এবং একজন ঢাকার পার্শ্ববর্তী ঢাকার দোহারের।
মারা যাওয়া ব্যক্তিদের বয়স সম্পর্কে জানানো হয়, এদের মধ্যে একটি শিশুও রয়েছে। এছাড়া ষাটোর্ধ্ব একজন ও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে বাকি তিনজন।
৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।
১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়