News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৫৭, ১৩ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৩৬, ১৮ জানুয়ারি ২০২০

আট টুকরো লাশের পরিচয় মিলেছে

আট টুকরো লাশের পরিচয় মিলেছে

ঢাকা: ফকিরাপুলে আট টুকরো লাশ উদ্বারের প্রায় ৭২ ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে নিহতের পরিচয় শনাক্ত করতে পেরেছেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মোফিজুর রহমান। নিহতের  নাম সুমি আক্তার  (২৪)। গ্রামের বাড়ি রাজশাহীর পবা উপজেলার গোবিন্দপুরে।

বৃহস্পতিবার রাতে মতিঝিল থানার ডিউটি অফিসার এএসআই জামসেদ নিউজবাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন। তবে কে বা কারা, কি উদ্দেশ্যে সুমি আক্তারকে নৃশংসভাবে হত্যা করেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

পরে মামলার তদন্ত কর্মকর্তা মোফিজুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে ফকিরাপুলে উপবন হোটেলের পেছনে একটি চারতলা ভবনের ছাদে রক্তমাখা সালোয়ার কামিজ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মতিঝিল  থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারতলা ভবনের পাশে ওয়াসা স্টাফ মেসের টিনের চাল থেকে দেহ, পাশের বাসার ছাদ থেকে হাত ও পায়ের দুটি অংশ এবং বাকি অংশগুলো ওই ভবনের নিচে একটি গলির মধ্যে রাস্তার উপর থেকে উদ্ধার করে।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়