News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:০৬, ২৬ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৬, ২৯ এপ্রিল ২০২০

ধানকাটার শ্রমিক সেজে ঢোকার চেষ্টা

৪১ যাত্রীভর্তি বাস আটকে দিলো পুলিশ

৪১ যাত্রীভর্তি বাস আটকে দিলো পুলিশ

রাতের অন্ধকারে ধানকাটার শ্রমিক সেজে নিজ এলাকায় যাওয়ার সময় ৪১ যাত্রীসহ একটি বাস আটকে দিয়েছে পুলিশ। ঢাকা থেকে নেত্রকোনায় যাওয়া বাসটি শহরে আর ঢুকতে পারেনি। ঢাকায় ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে।
শনিবার রাত ৩টার দিকে নেত্রকোনা শহরের প্রবেশ মুখে পাড়লা বাসস্ট্যান্ড এলাকায় বাসটি আটতে দেয়া হয়।
জানা যায়, নেত্রকোনাবাসীকে সুরক্ষিত রাখতে রাত জেগে রাজপথে কাজ করছে পুলিশ।
শনিবার রাত ৩টায় করোনা প্রতিরোধে ঢাকা থেকে আসা ৪১ যাত্রী নিয়ে বাসটি জেলা শহরের প্রবেশ মুখেই পাড়লা বাসস্ট্যান্ড এলাকায় আটকে দেয়া হয়। জেলার মোহনগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকা ছিল বাসযাত্রীদের গন্তব্যস্থল। যদিও ধানকাটার শ্রমিক দাবিসহ নানাবিধ কৌশলে তারা এলাকায় ঢুকতে চেয়েছিলেন।
অবশেষে রাতের আঁধারে ফেলে আসা পথ ধরেই ফিরতে হলো তাদের।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) এসএম আশরাফুল আলম বলেন, “ইমোশন দেখিয়ে তো জেলার লাখ লাখ মানুষের জীবন ঝুঁকিতে ফেলা সম্ভব না। সে ক্ষেত্রে যাত্রীবাহী বাসটিকে শহরে ঢুকতে না দিয়ে ঢাকায় যাওয়ার নির্দেশ দিয়ে পাঠানো হয়।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়