যবিপ্রবি জিনোম সেন্টারে আরও ২৭ জনের করোনা শনাক্ত
যবিপ্রবি জিনোম সেন্টারে আরও ২৭ জনের করোনা শনাক্ত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে করোনাভাইরাস পরীক্ষায় আরও ২৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।
রোববার সকালে জিনোম সেন্টার সূত্রে এ তথ্য জানা গেছে।
আক্রান্তদের মধ্যে যশোরের ১৪ জন, ঝিনাইদহের আট জন, নড়াইলের তিন জন ও মাগুরা জেলার দুজন রয়েছেন।
যবিপ্রবির অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জিনোম সেন্টারের সহকারী পরিচালক অধ্যাপক ইকবাল কবীর জাহিদ জানান, ল্যাবে সর্বশেষ যশোরের ৪২টি, ঝিনাইদহের ১৫টি, নড়াইলের চারটি, মাগুরার পাঁচটি মিলে সর্বমোট ৬৬টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২৭টিতে করোনা পজিটিভ পাওয়া গেছে।
একদিনের ব্যবধানে যশোর জেলায় ১৪ জন নতুন করোনা আক্রান্ত শনাক্ত হওয়ায় মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ জনে। এদের মধ্যে তিন জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এফএ