রংপুরে ফাঁকা সড়কে ট্রাকচাপায় নিহত ৩
রংপুরে ফাঁকা সড়কেই ব্যাটারিচালিত চাপা দিলো বেপরোয়া গতির ট্রাক। এতে প্রাণ গেলো তিন যাত্রীর। এ সময় আহত হয়েছেন ১০ জন।
রোববার সকাল ৭টার দিকে নগরীর পাগলাপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
রংপুর সদর কোতোয়ালি থানার ওসি সাজেদুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে রংপুর থেকে একটি ট্রাক দ্রুতগতিতে দিনাজপুরের দিকে যাচ্ছিল। নীলফামারীর কিশোরগঞ্জ থেকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশায় কয়েকজন রংপুর নগরীর হাজিরহাট এলাকায় যাচ্ছিলেন।
অটোরিকশাগুলো পাগলাপীর এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাকের সামনের চাকা বিস্ফোরিত হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি দুই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন অটোযাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন ১০ জন।
আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ