News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৪১, ২৬ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৫, ২৯ এপ্রিল ২০২০

সুনামগঞ্জে বাজারে আগুন লেগে ১০ দোকান পুড়ে ছাই

সুনামগঞ্জে বাজারে আগুন লেগে ১০ দোকান পুড়ে ছাই

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই হয়েছে। গত শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে এ ঘটনা ঘটে।

এই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে দাবি ব্যবসায়ীদের।

জানা গেছে, শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারের নিজাম উদ্দিনের ফার্নিচার দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসীর চেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- শামীম মিয়া ও মঈন উদ্দিনের কাপড়ের দোকান, নিজাম উদ্দিনের কসমেটিক দোকান, হেলাল মিয়ার দর্জি দোকান, শাহিদ মিয়ার ব্যক্তিগত অফিস এবং বাতেন মিয়ার ফার্মেসিসহ ১০ জন।

দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণে স্থানীয়দের সহযোগিতা করেছে।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়