মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খন্দকার আসাদুজ্জামান আর নেই
টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ সরকারের প্রথম অর্থ সচিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খন্দকার আসাদুজ্জামান ঢাকার গুলসানের নিজ বাসায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
শনিবার বিকেল ৪টা ১০মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেল গণমাধ্যমকে জানান, বাবার প্রথম জানাযা শনিবার রাতে ঢাকার গুলশানের বাসায় অনুষ্ঠিত হবে।
এরপর গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নারুচিতে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে।
খন্দকার আসাদুজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী শোক জানিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এনডি