News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৮, ২৫ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৮, ২৮ এপ্রিল ২০২০

অনুমোদনহীন কিটে করোনা পরীক্ষা করা যাবে না: স্বাস্থ্য মন্ত্রণালয়

অনুমোদনহীন কিটে করোনা পরীক্ষা করা যাবে না: স্বাস্থ্য মন্ত্রণালয়

সরকারের অনুমোদনহীন কোনো কিট দিয়ে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনিবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মিডিয়া সেলের পক্ষ থেকে আয়োজিত এক প্রেস ব্রিফিং এসব তথ্য জানানো হয়।

মিডিয়া সেলের মূল ফোকাল পয়েন্ট হিসেবে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও মিডিয়া সেলের আহ্বায়ক মো হাবিবুর রহমান খান ব্রিফিংয়ে মিডিয়া সেল গঠনের কারণ ও কমিটির কর্মপরিকল্পনা তুলে ধরেন।

বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমোদনহীন টেস্টিং কিট রয়েছে এমন এক প্রশ্নের জবাবে মো হাবিবুর রহমান খান বলেন, সরকারের অনুমোদনহীন কোন কিট গ্রহণযোগ্য হবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত পদ্ধতি অনুযায়ী ও সরকারিভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে অনুমোদিত কিটেসের মাধ্যমেই কেবল পরীক্ষা করা হচ্ছে।

মিডিয়া সেলের আহ্বায়ক জানান, করোনা প্রতিরোধে দেশব্যাপী সব হাসপাতালে চিকিৎসা সেবা মনিটরিংয়ের জন্য বর্তমানে মন্ত্রণালয়ের ৪৪ জন কর্মকর্তা নিয়োজিত আছেন এবং জেলা শহরে করোনা পরীক্ষায় ব্যবহারের জন্য ২টি করে আলাদা গাড়ি বরাদ্দ রাখা হয়েছে।

করোনা মোকাবিলায় নতুন আরও দুই হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

এর আগে, সকাল ১১টায় মিডিয়া সেলে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিদিনের মিডিয়া মনিটরিং করে তার রিপোর্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর করা এবং করোনায় সকল তথ্য আপডেট রাখতেও কাজ করার উদ্যোগ গ্রহণ করা হয়।

ব্রিফিংকালে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব বেগম রীনা পারভীন, যুগ্মসচিব নিলুফার নাজনীন ও মিডিয়া সেলের সদস্য সচিব মো. মাইদুল ইসলাম প্রধান উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়