News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৪, ২৫ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৭, ২৮ এপ্রিল ২০২০

শ্রমিকদের রাজধানীতে না আনার অনুরোধ

শ্রমিকদের রাজধানীতে না আনার অনুরোধ

ক‌রোনাভাইরাস প্রাদুর্ভাবে গ্রাম থে‌কে রাজধানীতে গার্মেন্টস শ্রমিকদের ফি‌রি‌য়ে না আনার অনুরোধ জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

গত শুক্রবার রাতে বিজিএমইএর ওয়েবসাইটে সদস্যদের উদ্দেশে এক বার্তায় এ তথ্য জানান সংগঠন‌টি।

ওই বার্তায় বিজিএমইএ জানান, সার্বিক পরিস্থিত বিবেচনায় পোশাক কারখানা খোলা রাখার নির্দেশনা দে‌বে বিজিএমইএ। সেই নির্দেশনা না পাওয়া পর্যন্ত যেসব শ্রমিক গ্রামে আছে, তাদের ঢাকায় আসতে না বলার জন্য অনুরোধ করা হয়েছে।

পর্যায়ক্রমে এলাকাভিত্তিক পোশাক কারখানা খোলার নির্দেশনা দেয়া হবে জা‌নি‌য়ে বিজিএমইএ বল‌ছে, শুরু‌তে কারখানা সীমিত আকারে খোলা রাখা যাবে। ফলে প্রথম ধাপে কারখানার আশপাশে যেসব শ্রমিক থাকে, তাদেরই কাজে যোগদান করতে বলা যাবে। মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় কোনো শ্রমিক ছাঁটাই না করার অনুরোধ করে‌ছে। এছাড়া বিরূপ পরিস্থিতিতে শ্রমিকদের ঢাকায় নিয়ে আসা হলে বিজিএমইএর পক্ষ থে‌কে কোনো সহায়তা করা হ‌বে না ব‌লে জানা‌ন।

নিউজবাংলাদেশ.কম/এএমজেড/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়