News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:১১, ২৫ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৬, ২৮ এপ্রিল ২০২০

সেহরির প্রচার করতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত ২

সেহরির প্রচার করতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত ২

রংপুরের মিঠাপুকুরে রমজানের প্রথম রাতে সেহরির প্রচার করতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত হলেন দুই ব্যক্তি । এসময় আহত হয়েছেন চারজন।
শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার জায়গীর বাসস্ট্যান্ডে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার লতিবপুর ইউনিয়নের বাতাসন দুর্গাপুর মৌসুমীপাড়া গ্রামের আ. মালেকের ছেলে দুলাল মিয়া (৩০) ও একই গ্রামের মৃত আবু বকরের ছেলে রোকন মিয়া (২৫)।
আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড় দরগাহ হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রমজানের প্রথম সেহরির সংবাদ মাইকে প্রচারের জন্য ব্যাটারিচালিত ভ্যানযোগে জায়গীর বাসস্ট্যান্ডে যান তারা। এসময় ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক রোকন ও যাত্রী দুলাল মারা যান। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বড় দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ ওমর ফারুক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়