গোপালগঞ্জে আরও তিনজনের করোনা শনাক্ত
গোপালগঞ্জে নতুন করে আরও তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
শুক্রবার সকালে সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।
নিয়াজ মোহাম্মদ জানান, নতুন আক্রান্ত তিনজনের মধ্যে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের দুইজন ও সদর উপজেলার সুকতাইল গ্রামের একজনের পজেটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের বাড়িতে লালপতাকা টাঙিয়ে দেওয়া হয়। সেই সাথে আশপাশের ১৪টি বাড়িও লকডাউন করে দেয়া হয়।
এর আগে জেলায় ৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে মুকসুদপুর থানার ১৮ জন পুলিশ সদস্য, কাশিয়ানী উপজেলায় পাঁচ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় পাঁচ জন, টুঙ্গিপাড়া উপজেলায় পাঁচ জন ও কোটালীপাড়া উপজেলায় এক জন রয়েছে। এর মধ্যে টুঙ্গিপাড়ায় করোনা আক্রান্ত দম্পতি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
নিউজবাংলাদেশ.কম/এফএ