News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৯, ২৩ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৫, ২৬ এপ্রিল ২০২০

চাল আত্মসাৎ, চেয়ারম্যান-সচিবের বিরুদ্ধে মামলা

চাল আত্মসাৎ, চেয়ারম্যান-সচিবের বিরুদ্ধে মামলা

ত্রাণের ২৮০ কেজি চাল আত্মসাৎ অভিযোগে নড়াইলের জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সচিবের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি জানান, দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহফুজ ইকবাল বাদী হয়ে একই কার্যালয়ে মামলাটি দায়ের করে। আসামিদের গ্রেফতার করার উদ্দেশ্যে অভিযান চলছে।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি নড়াইল জেলার নড়াগাতী থানার ৭নং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দীন চৌধুরী ও একই ইউনিয়ন পরিষদের সচিব শেখ মো. মহিদুল ইসলাম পরস্পর যোগসাজশে করোনা আক্রান্তদের সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার কর্তৃক জিআর কর্মসূচির আওতায় প্রদত্ত ত্রাণের চাল বিতরণ না করে ভুয়া মাস্টাররোল দাখিলের মাধ্যমে সরকারের ২৮০ কেজি চাল আত্মসাৎ করে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়