সিলেটে নতুন শনাক্ত দুইজনই স্বাস্থ্যকর্মী
সিলেটে নতুন শনাক্ত হওয়া করোনাভাইরাসে আক্রান্ত দুইজনেই স্বাস্থ্যকর্মী। এদের একজন শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসক এবং অপরজন হাসপাতালের স্টোর কিপার। এই দুইজনকে নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় জনে।
বুধবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের নমুনার রিপোর্ট পজেটিভ আসে। ওই দিনের পরীক্ষায় সিলেট বিভাগের চার জেলায় রেকর্ড ১৩ জন নতুন আক্রান্ত শনাক্ত হন বলে নিশ্চিত করেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
করোনা আক্রান্ত শিক্ষানবিস চিকিৎসক ওসমানী হাসপাতালে কর্তব্যরত। সম্প্রতি গাজীপুর থেকে তিনি সিলেট ফেরেন। গাজীপুর করোনার ঝুঁকিপূর্ণ এলাকা হওয়ায় ওসমানীতে কাজে যোগ দেওয়ার আগে তার নমুনা পরীক্ষা করা হয়।
সিলেটে বুধবার শনাক্ত হওয়া অপর করোনা আক্রান্ত রোগী নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের স্টোর কিপার। সিলেটে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য এই হাসপাতাল নির্ধারিত রয়েছে।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানিয়েছেন, শনাক্ত হওয়ার পর স্টোর কিপারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অন্যদিকে শিক্ষানবিশ চিকিৎসক কলেজ হোস্টেলে রয়েছেন।
এদের শারীরিক অবস্থা ভালো উল্লেখ করে ডা. সুশান্ত বলেন, “শিক্ষানবিশ চিকিৎসককে প্রয়োজনে হাসপাতালে আনা হতে পারে। হাসপাতালের স্টোর কিটারকেও বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
প্রসঙ্গত, ওসমানী হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ এপ্রিল মারা যান।
নিউজবাংলাদেশ.কম/এফএ