News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫৮, ১৫ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৫, ১৮ এপ্রিল ২০২০

বকেয়া বেতনের দাবিতে করোনা ঝুঁকি নিয়ে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে করোনা ঝুঁকি নিয়ে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে বুধবার রাজধানীর বাড্ডা, উত্তরা, গাজীপুর, মানিকগঞ্জসহ শিল্প এলাকার বেশকিছু পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। গত মার্চের বেতনের দাবিতে তারা এই বিক্ষোভ করছেন বলে জানা গেছে।
এসব বিক্ষোভে সামাজিক দূরত্ব বজায় রাখার বালাই না থাকায় করোনা ভাইরাসের ঝুঁকি আরো বাড়ছে। গত মাসের বেতন পরিশোধের জন্য সরকার ইতোমধ্যেই কারখানা মালিকদের বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। অন্যথায় দায়ী কারখানা মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়