‘হাসিনা-খালেদা দুই গরম পীর’
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘গরম পীর’ বলে আখ্যায়িত করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম। তিনি বলেন, “বাংলাদেশে দুইজন ‘গরম পীর’ আছেন। একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্যজন খালেদা জিয়া। এদের যে কোনো একজনের গায়ে হাত দিলে পরিস্থিতি অন্য রকম হয়ে যায়।”
বৃহস্পতিবার দশম সংসদের পঞ্চম অধিবেশনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে প্রশ্ন করতে দাঁড়িয়ে হাজী সেলিম এ কথা বলেন।
হাজি সেলিম বলেন, “সে জন্যই কি (গ্রেফতারি পরোয়ানা) যায় না? এদের গায়ে হাত দিয়ে এক-এগারো সফল হতে পারেনি। দয়া করে শ্যোন অ্যারেস্ট বন্ধ করেন। মানুষ বহু কষ্টে জামিন পায়। তারপর আবার গ্রেফতার দেখানো হয়। এটা পরিবারের জন্য যন্ত্রণাদায়ক। যা করার একবারেই করেন।”
তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থানায় যেতে কত দিন লাগে? ২০০১ সালে আমাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দ্রুতগতিতে থানায় চলে যেত। এখন কেন যায় না?”
তবে হাজী সেলিমের এ প্রশ্নের জবাব এড়িয়ে যান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাজ্জামান খান। তিনি বলেন, “এই প্রশ্নটি আমাকে না করে আইন মন্ত্রণালয়কে করলে ভালো হতো। খালেদা জিয়াকে গ্রেপ্তারের বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন। আদালতের পরোয়ানা থানায় গেলে তাকে গ্রেপ্তার করা হবে।”
এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অপর সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, “ সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পৃথক বাহিনী গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে। কাউন্টার টেররিজম বাহিনী খুব শিগগিরই হবে। বিশ্বের বিভিন্ন দেশে কাউন্টার টেররিজম বাহিনী আছে। এ ধরনের একটি বাহিনী গঠনের পরিকল্পনা আমাদের আছে।”
‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে’ জানিয়ে তারানা হালিমের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সব সময়ই নানা রকমের ষড়যন্ত্র হয়। আমাদের গোয়েন্দারা তাদের চিহ্নিত করেছে। এদের অচিরেই গ্রেপ্তার করে ফেলা হবে।”
নিউজবাংলাদেশ.কম/এমএ
নিউজবাংলাদেশ.কম