News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২০, ১২ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৩৩, ১৮ জানুয়ারি ২০২০

রাত ৯টার পরেও মহাসড়কে চলবে বাস

রাত ৯টার পরেও মহাসড়কে চলবে বাস

ঢাকা: সরকার মহাসড়কে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করায় এখন থেকে রাত নয়টার পরও মহাসড়কে বাস চলাচল করবে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির এক বৈঠকে আন্তঃজেলা বাস চলাচল শুরু করার এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে উপস্থিত পরিবহন মালিক সমিতির একজন নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, জাতীয় পার্টির নেতা এবং স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ও পরিবহন মালিকদের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল ও অবরোধে প্রায় প্রতিদিনই মহাসড়কে গাড়িতে আগুন দেওয়া ও পেট্রোল বোমা ছোড়ার মতো নাশকতার ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে গত ৯ ফেব্রুয়ারি পরিবহন মালিকদের সঙ্গে এক বৈঠকের পর রাত ৯টার পর মহাসড়কে বাস না চালানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কামাল।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়