News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৯, ১২ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৩৩, ১৮ জানুয়ারি ২০২০

আবারও এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আবারও এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত থেকে আসমত আলী (২৩) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ওই কৃষক দহগ্রাম ইউনিয়নের কাতিপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে সীমান্তের ৬ নম্বর মেইন পিলারের ১৩ নম্বর সাব-পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

দহগ্রাম বিজিবি ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে এলাকার আসমত আলীসহ ৩ বাংলাদেশি নাগরিক সীমান্তবর্তী ভুট্টা ক্ষেতে সেচের পানি দিতে যায়। এসময় আকস্মিকভাবে ভারতীয় কুচবিহার-১৩ বিএসএফ ব্যাটালিয়নের তিস্তাকুষ্টি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় দুই বাংলাদেশি উমর আলী (২৫) ও মালেক হোসেন(২৮) কোনো রকমে পালিয়ে এলেও আসমত আলীকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

 এ ঘটনায় রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়ন ও লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানিয়ে কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী সাংবাদিকদের বলেন, সীমান্তের ওই এলাকাটি রংপুর-৭ বিজিবির দায়িত্বে রয়েছে। তবু আমরা বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানিয়েছি।


দহগ্রাম ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, “আমি লালমনিরহাটে ব্যক্তিগত কাজে এসেছি। আসমত আলীকে ধরে নেয়ার বিষটি ফোনে শুনেছি।”

তিনি আরও জানান, “আসমত আলী একজন কৃষক । সে দিনমজুরি করে সংসার চালায়।”

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়