News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৩, ১২ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৩৩, ১৮ জানুয়ারি ২০২০

গাইবান্ধায় কথিত জ্বিনের বাদশা গ্রেফতার

গাইবান্ধায় কথিত জ্বিনের বাদশা গ্রেফতার

গাইবান্ধা: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে মমিনুল ইসলাম(২৪)নামে কথিত জ্বিনের বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের বালুয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মমিনুল ঐ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।


এলাকাবাসি জানায়, মমিনুল ইসলাম নিজেকে অলৌকিক ক্ষমতা সম্পন্ন জ্বিনের বাদশা পরিচয় দিয়ে যশোরের শার্শা উপজেলার হরিণাপোতা গ্রামের জনৈক সৈয়দ আলীর (৫৫)কাছ থেকে সুকৌশলে ৩ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়।এ ব্যাপারে প্রতারণার শিকার সৈয়দ আলীর ছেলে আব্দুর রহিম বুধবার শার্শা থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন।

এছাড়াও মমিনুল ইসলাম জ্বিনের বাদশা পরিচয়ে বিভিন্ন প্রলোভন এবং নানা ভয়ভীতি দেখিয়ে সৈয়দ আলীকে সম্প্রতি গোবিন্দগঞ্জে নিয়ে আসেন। পরে বালুয়া বাজারের পার্শ্ববর্তী এলাকায় একটি মাজারে নিয়ে গিয়ে স্বর্ণমুর্তির কথা বলে একটি সোনালী রংয়ের মুর্তি তার হাতে তুলে দেয়।

সে সময় সৈয়দ আলীর কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেয় ওই প্রতারক। পরে শার্শায় বাড়িতে ফিরে সৈয়দ আলী মুর্ত্তিটি নকল সোনার বলে নিশ্চিত হলে তার ছেলে আব্দুর রহিম থানায় একটি মামলা দায়ের করেন।

এছাড়াও মমিনুল ইসলাম জ্বিনের বাদশা পরিচয়ে এলাকার ও দূর-দুরান্তের লোকদের চিকিৎসার নামে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম কথিত জ্বিনের বাদশাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়