গ্রানাডায় মৎস্য খাতের সফলতা তুলে ধরলেন মন্ত্রী ছায়েদুল হক
ঢাকা: ক্যারিবিয়ান দেশ গ্রানাডায় অনুষ্ঠিত ‘ব্লু গ্রোথ অ্যান্ড ফুড সিকিউরিটি’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের মৎস্য খাতের সফলতার কথা তুলে ধরেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক। বৃহস্পতিবার গ্রানাডার রাজধানী সেন্ট জর্জেসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, সরকার কৃষির উপর নির্ভরতা কমাতে সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং আহরণ প্রক্রিয়ায় বৈচিত্র্য আনয়ন করছে। সামুদ্রিক মৎস্য ও জীববৈচিত্র সংরক্ষণ এবং টেকসই ব্যবস্থাপনায় উদ্যোগী হওয়ার কারণে জাতীয় অর্থনীতি শক্তিশালী হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে বাংলাদেশের সামুদ্রিক এলাকায় মাছের পরিমান এবং অবস্থান নিরুপণ করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
মৎস্য খাতের কার্যক্রম তুলে ধরে ছায়েদুল হক বলেন, বাংলাদেশ সরকার প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ করেছে। এসময় জেলেরা পোনামাছ যাতে নষ্ট না করে সে বিষয়ে জেলাগুলোতে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছে। এর ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। গত বছর আন্তর্জাতিকভাবে বাংলাদেশ মৎস্য উৎপাদনে বিশ্বে চতুর্থ হয়েছে।
তিনি বলেন, নিষিদ্ধকালে জেলেরা মাছ না ধরে পরিবার পরিজন নিয়ে যাতে ভালোভাবে সংসার চালাতে পারে সে জন্য সরকার জেলেদের খাদ্য সহায়তা প্রদান করছে।
এছাড়া সমুদ্রে মাছ আহরণ, সংরক্ষণ এবং মৎস্য ব্যবস্থাপনা বিষয়ে অংশগ্রহণকারী সমুদ্র উপকূলবর্তী দেশসমূহ এবং আন্তর্জাতিক ফোরামের সঙ্গে সরকার অংশিদারিত্ব জোরদার করেছে বলে মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন।
নিউজবাংলাদেশ.কম/জেএস/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম