নাটোরে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ
নাটোর: মজুরি বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ মিছিল করেছে নাটোরের কিষোয়ান এ্যাগ্রো কারখানার প্রায় ৪ শ` নারী শ্রমিক। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। মজুরি বৃদ্ধি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শ্রমিকরা।
কিষোয়ান এ্যাগো কারখানার নারী শ্রমিক সুফিয়া বেগম নিউজবাংলাদেশকে জানান, নাটোর সদর উপজেলার চাদপুর এলাকায় অবস্থিত কিষোয়ান এ্যাগ্রো কারখানায় প্রতিদিন ঘন্টায় ১০ টাকা মজুরিতে কাজ করান কারখানা কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে শ্রমিকরা ১০ টাকার পরিবর্তে ঘন্টায় ১৩ টাকা করার দাবি জানিয়ে আসছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবিতে মানছে না। এ অবস্থায় কারখানার প্রায় ৪ শ’ শ্রমিক বিক্ষুদ্ধ হয়ে কাজ বন্ধ করে সকাল সাড়ে ৯টা থেকে কারাখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ মিছিলটি কারখানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও গেটের সামনে অবস্থান নেয় শ্রমিকরা। এসময় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের শান্ত করতে গেলে বাক-বিতন্ডার সৃষ্টি হয়।
কারখানার আরেক শ্রমিক হাসিনা বেগম জানান, বর্তমানে কারখানা কর্তৃপক্ষ ১০ টাকা ঘন্টা হিসেবে মজুরি দেওয়ায় ৮ ঘন্টায় ৮০ টাকা পায় একজন শ্রমিক। এর মধ্যে অনেক শ্রমিকের বাড়ি দূরে হওয়ায় তাদের ভাড়া চলে যায় ২০ টাকা। এ ছাড়া নিত্যপণ্যের দাম বাড়লেও মজুরি বাড়ানো হয়নি।
শ্রমিকদের দাবির বিষয়ে কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার এমাদুল হক এমদাদ নিউজবাংলাদেশকে জানান, শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি কর্তৃপক্ষ বিবেচনা করছে। কারখানা মালিক শ্রমিকদের মজুর বৃদ্ধি বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। সিদ্ধান্ত নিলে অবশ্যই শ্রমিকদের মজুরি বাড়ানো হবে।
নিউজবাংলাদেশ.কম/এমএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম